ঈদে বেপরোয়া বাইকাররা, পঙ্গু হাসপাতালে রোগীর চাপ
ঢাকা, ২৩ এপ্রিল – ঈদের ছুটিতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঈদের দিন শনিবার ২১৬ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯৬ জনের অবস্থা গুরুতর। অস্ত্রোপচারের পর তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি ১২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েই বাসায় ফিরতে পেরেছেন।
আর ঈদের দ্বিতীয় দিন রোববার দুপুর ২টা পর্যন্ত হাত-পা ভাঙা ১০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩৫ জনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন বলে রোববার পঙ্গু হাসপাতাল ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগে দুই পা ভেঙে কাতরাচ্ছেন সাভারের আশুলিয়ার হাবিবুল ইসলাম (২১) নামে এক তরুণ। ঈদে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। রাস্তায় অন্য একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। ডান পা ভেঙে কাতরাচ্ছেন নরসিংদী সদরের আলমগীর হোসেন। তার ডান পা ভেঙে গেছে। পাশাপাশি পায়ের গোড়ালিতে গুরুতর জখম হয়েছে।
পঙ্গু হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের দিন ২১৬ জন রোগী হাত-পা ভাঙা রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি রেখে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ঈদের দ্বিতীয় দিন রোববার দুপুর ২টা পর্যন্ত নতুন ১০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩৫ জনের অবস্থা গুরুতর।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত হৃদয় হোসেন বলেন, আমরা যাদের পা ব্যান্ডেজ করছি, অধিকাংশই বয়সে তরুণ। দুর্ঘটনার বিষয়ে তারা জানান, বন্ধুদের নিয়ে বাইকে ঘুরতে বেরিয়ে এমন অবস্থা হয়েছে। শনিবার ঈদের দিন অনেক রোগী ছিল। রোববারও রোগীর চাপ আছে।
দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে রোগী আসেন। অনেকে গ্রাম এলাকা থেকে রওনা দেন, রোববার সন্ধ্যা ও রাতে রোগী আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ এপ্রিল ২০২৩