বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে এআই সুবিধা যুক্ত করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে যুক্ত করা যাবে এআই। চ্যাটজিপিটির মতো অন্যান্য বেশ কিছু এআই রয়েছে। এটি সরাসরি হোয়াটসঅ্যাপে যুক্ত করলে কোনো কিছু সার্চ করা আরও বেশি সহজ হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-

বাডিজিপিটি হলো চ্যাট জিপিটির মতোই একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। এটি ব্যবহার করতে এর ওয়েবসাইটে যান। এরপর সেখান থেকে ‘ট্রাই ফর ফ্রি অন হোয়াটসঅ্যাপ’-এ ক্লিক করুন। এরপর সরাসরি হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করা হবে। এখানে আপনাকে ভাষা সেট করতে বলা হবে। ভাষা নির্বাচন করার পর, নিজেদের প্রশ্ন করার প্রক্রিয়া শুরু করতে পারবেন।

মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হচ্ছে এখন সব কাজেই। ওপেনআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির জনপ্রিয়তাই সেই প্রমাণ দেয়। এর মাধ্যমে কেউ ছবি বানাচ্ছেন, আবার কেউ দেখছেন ভবিষ্যতে পৃথিবী কেমন হবে। যখন যা খুশি জেনে নিতে পারছেন চ্যাটবট থেকেই।

আইএ/ ২৩ এপ্রিল ২০২৩

Back to top button