বিজ্ঞান ও প্রযুক্তি

এক বছরে ২২৬ মিলিয়ন ডলার বেতন নিয়েছেন গুগল সিইও সুন্দর পিচাই

তথ্যপ্রযুক্তি কোম্পানি গুগল চলতি বছরের জানুয়ারিতে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করে। মূলত খরচ বাঁচাতেই এত কর্মী ছাঁটাই করা হয় বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়। তবে ১২ হাজার কর্মী ছাঁটাই করলেও কোম্পানির সিইও সুন্দর পিচাইকে ২০২২ সালে ২২৬ মিলিয়ন ডলার বেতন দিয়েছে গুগল।

ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সর্বশেষ তথ্যে দেখা গেছে, সিইও পিচাইয়ের অত্যাধিক বেতন প্যাকেজে প্রায় ২১৮ মিলিয়ন ডলারের শেয়ারও অন্তর্ভুক্ত ছিল।

গুগল ব্যাপক কর্মী ছাঁটাই করলেও সিইও সুন্দর পিচাইয়ের বেতনের সঙ্গে কোনো আপস করেনি।

মূলত, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে গুগলের এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ছিল।

আইএ/ ২৩ এপ্রিল ২০২৩

Back to top button