এবার ঈদেও ঐতিহ্য বজায় রাখলেন শাহরুখ
মুম্বাই, ২২ এপ্রিল – শনিবার গোটা ভারত জুড়ে পালিত হচ্ছে ঈদ। ভারতে ঈদ মানেই বলিউডে তিন খানের দিকে তাকিয়ে থাকেন সকলেই। বলিউডের ভাইজান সালমান খান তো সকাল সকাল বলিউডের আরেক খানের সঙ্গে মিলে সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। যে ফ্রেমে ছিলেন আমির খানও। ভক্তরা তাদের দুটোকে একসঙ্গে দেখে একেবারে বিস্মিত হয়ে গিয়েছিল। কিন্তু বলিউড বাদশা শাহরুখের কী খবর, প্রতিবারই ঈদের দিন মান্নতের বাইরে ছোট ছেলে আব্রামের সঙ্গে ভক্তদের সামনে ধরা দেন। ঐতিহ্য বজায় রাখলেন অভিনেতা।
চাঁদি ফাটা গরমেও এবারও ভক্তদের ভিড় এবারেও চোখে পড়ার মতো ছিল। দুপুর গড়াতেই মান্নতের ব্যালকনিতে ধরা দিলেন শাহরুখ খান। সাদা শার্ট ও প্যান্ট, চোখে রোদ চশমা পরে ভক্তদের সামনে এলেন নায়ক। প্রতিবারের মতো এবারও নিরাপত্তা বেষ্টিত ছিল মান্নতের চারিদিক। তবে ভিড় দেখার মতো ছিল। প্রবল জনস্রোত উপচে পড়েছে। আর সিগন্যাচার পোজে ভক্তদের আবারো খুশি করলেন নায়ক। কেউ গাছের ওপর কেউ বাসের উপর চড়ে নায়কের সাক্ষাত নিলেন। তবে এবার বাদশার সঙ্গে দেখা গেল ছোট পুত্রকে। মান্নতের বেলকনিতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে আবারও চুমু ছুঁড়ে দিলেন এবং হাত দেখিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ।
আইএ/ ২২ এপ্রিল ২০২৩