জাতীয়

বঙ্গভবনে শেষ ঈদ শুভেচ্ছা বিনিময় রাষ্ট্রপতি আবদুল হামিদের

ঢাকা, ২২ এপ্রিল – বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সকাল ১০টায় রাষ্ট্রপতি সস্ত্রীক ক্রেডেনশিয়াল হলে আসেন। বঙ্গভবনে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ধর্ম প্রতিমন্ত্রী, রাষ্ট্রপতির সামরিক সচিব ও জন বিভাগের সচিব এসময় উপস্থিত ছিলেন।

 

রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে রাষ্ট্রপতি সস্ত্রীক দরবার হলে অতিথিদের সঙ্গে আপ্যায়নে অংশ নেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামীকাল (রোববার) বেলা ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার কার্যালয়ের দায়িত্ব হস্তান্তর করবেন। সে হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে আবদুল হামিদের এটিই শেষ ঈদ শুভেচ্ছা বিনিময়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ এপ্রিল ২০২৩

Back to top button