ফুটবল

তিন পুরস্কার জিতে নিলেন মেসি

বুয়েনোস আইরেস, ২২ এপ্রিল – একের পর এক রেকর্ড করে চলেছেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসি। এবার একাই তিন পুরস্কার জিতে নিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২০২২ সালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতলেন মেসি।

বৃহস্পতিবার মেসির হাতে তিনটি পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আর শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে আইএফএফএইচএস।

গত বছরের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতা- এই তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মেসি।

আইএফএফএইচএসের পুরস্কার জয়ে মেসি সবার চেয়ে এগিয়ে। ২০১১ সাল থেকে ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।

সূত্র: যুগান্তর
আইএ/ ২২ এপ্রিল ২০২৩

Back to top button