অবশেষে বৃষ্টির পূর্বাভাস পেলো পশ্চিমবঙ্গবাসী
কলকাতা, ২১ এপ্রিল – প্রখর দাবদাহে পুড়ছে গোটা পশ্চিমবঙ্গ। সোমবার (১৮ এপ্রিল) থেকে কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে তাপমাত্রা ছিল ৪০ থেকে ৪১ ডিগ্ৰি সেলসিয়াসের কাছাকাছি। এমনকি কিছু জেলায় তাপমাত্রার পারদ ৪১ থেকে ৪৩ ডিগ্ৰি সেলসিয়াস পর্যন্ত ওঠে।
এমন পরিস্থিতিতে এক ফোঁটা বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকার মতো অবস্থা পশ্চিমবঙ্গবাসীর। এর মধ্যেই সুখবর দিলো কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস অনুযায়ী, অবশেষে পবিত্র ঈদুল ফিতরের আগেই নামতে পারে স্বস্তির বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানায়, বৃষ্টির ফলে তাপমাত্রা কয়েক দিনের তুলনায় অনেকটাই কমবে। এদিকে, শুক্রবার (২১ এপ্রিল) দুপুর থেকেই বৃষ্টির আভাস পাচ্ছে কলকাতাবাসী।
বৃষ্টির ফলে স্থানভেদে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্ৰি পর্যন্ত কমতে পারে বলে আশ্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সুতরাং শুক্রবারের পর থেকে কলকাতার গড় তাপমাত্রা হতে পারে ৩৪ থেকে ৩৬ ডিগ্ৰি সেলসিয়াস।
জানা যায়, গত কয়েক দিন ধরে পশ্চিবঙ্গের অধিকাংশ এলাকার তাপমাত্রা এতটাই বেশি ছিল যে, দুপুরে পর থেকে কেউই বাড়ির বাইরে বেরোতে পারছিল না। তাছাড়া, কেউ যদি বিশেষ কাজে বাড়ির বাইরে বের হতে চায়, তাহলে সঙ্গে অবশ্যই ছাতা, সানগ্লাস, ফুলহাতা জামা ছাড়াও পানির বোতল রাখার পরামর্শ দেন চিকিৎসকরা।
তবে শুক্রবার দুপুরের পর থেকে সূর্যের চোখ রাঙানি কমেছে। কোথাও, কোথাও ঝোড়ো বাতাসও বইছে বলে খবর পাওয়া গেছে। এদিন থেকেই আকাশ মেঘলা থাকবে, বিকেলে বিক্ষিপ্তভাবে বজ্রপাতসহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাছাড়া শনিবার (২২ এপ্রিল) ও রোববার (২৩ এপ্রিল) রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রপাতসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৬ ডিগ্ৰি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্ৰি সেলসিয়াস।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ এপ্রিল ২০২৩