আফ্রিকা

খার্তুমে প্রচণ্ড লড়াইয়ের মধ্যেও ৭২ ঘণ্টার ‘ঈদ যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে আরএসএফ

খার্তুম, ২১ এপ্রিল – সুদানের আধাসামরিক গোষ্ঠী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) শিগগিরই যুদ্ধবিরতি শুরু করবে বলে ঘোষণা দিয়েছে, যদিও তারারাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে তাদের প্রচণ্ড লড়াই অব্যাহত রয়েছে।

আরএসএফ একটি বিবৃতিতে বলেছে, তারা ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি পালন করবেন। যা ঈদ উল-ফিতরের দিন শুক্রবার সকাল ৬টায় (স্থানীয় সময়) কার্যকর হবে।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিগ্রহ পবিত্র ঈদুল ফিতরের সঙ্গে মিলে যায় এবং নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর উন্মুক্ত ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানানোর সুযোগ দেওয়ার জন্য হয় যুদ্ধবিরতি পালণ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

শুক্রবার ভোররাতে খার্তুম ভারী গোলাবর্ষণে কেঁপে উঠেছে, ব্যাপক হামলার জন্য সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে আরএসএফ।

সেনাবাহিনীও যুদ্ধবিরতি জারি করবে কিনা সে বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি।

জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের অধীনে সেনাবাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে থাকা আরএসএফের মধ্যে গত সপ্তাহান্তে সহিংস শক্তির লড়াই শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি ব্যর্থ যুদ্ধবিরতি হয়েছে।

হাজার হাজার বেসামরিক লোক খার্তুম থেকে পালিয়ে গেছে এবং দারফুরের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ চাদেও প্রবেশ করেছে।

আল-বুরহান এবং দাগালো এর আগে সুদানের ক্ষমতাসীন সামরিক সরকারের নেতা হিসেবে জোটে ছিলেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিশ্ব নেতারা সম্প্রতি যুদ্ধরত দলগুলোকে ঈদে তিন দিনের যুদ্ধবিরতি পালন করার এবং বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে পৌঁছানোর অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সুদানেরে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩৫০ জন নিহত হয়েছে। আল জাজিরা।

সূত্র: ঢাকাটাটইমস
আইএ/ ২১ এপ্রিল ২০২৩

Back to top button