বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় পার হলো ৮২৩৯ মোটরসাইকেল
টাঙ্গাইল, ২১ এপ্রিল – ঈদে বাড়ি যাচ্ছে মানুষ। এর মধ্যে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রী-ছেলে-মেয়েসহ বঙ্গবন্ধু সেতু পার হচ্ছেন মোটরসাইকেলে। ভোর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় আলাদা টোল বুথে শত শত মোটরসাইকেলের সারি দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পার হয়ে উত্তরবঙ্গ গিয়েছে ৮ হাজার ২৩৯টি মোটরসাইকেল।
একই সময়ে সেতু পারাপার হয়েছে ছোট বড় মিলিয়ে ৪২ হাজার ৩৬৫টি পরিবহন। এতে সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার (১৯ এপ্রিল) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত সেতুর পূর্বপাড় হয়ে উত্তরবঙ্গ গিয়েছে ২৭ হাজার ৩৬৮টি পরিবহন। এতে পূর্বপাড়ে টোল আদায় হয়েছে এক কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। এছাড়া সেতুর পশ্চিমপাড় হয়ে ঢাকা গিয়েছে ১৫ হাজার ৭টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে এক কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০টাকা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, এ বছর ঈদে সেতুতে রেকর্ড পরিমাণ মোটরসাইকেল পার হয়েছে। এছাড়া টোল আদায়ও বেড়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ এপ্রিল ২০২৩