শিক্ষা

বাংলাদেশ-পাকিস্তান থেকে অনলাইনে ‘বার অ্যাট ল’ পরীক্ষা স্থগিত

ঢাকা, ২১ এপ্রিল – যুক্তরাজ্যের বার স্ট্যান্ডার্ড বোর্ড (বিএসবি) অবিলম্বে বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনলাইনে ‘বার অ্যাট ল’ পরীক্ষা স্থগিত করার নির্দেশনা দিয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসের যেসব বিশ্ববিদ্যালয় বার অ্যাট ল পড়ায় সেগুলোর প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার বিএসবির দেওয়া এক ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনলাইন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগের অধিকতর তদন্ত না হওয়া পর্যন্ত অনলাইনে পরীক্ষা স্থগিত রাখতে হবে। এই নির্দেশনা দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি—উভয়ের কেন্দ্রীভূত পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তা ছাড়া বার প্রশিক্ষণ সেবাদাতারা (বিশ্ববিদ্যালয়গুলো) অনলাইনে যে লিখিত মূল্যায়ন পরীক্ষা নেয় তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তের ফলে যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো যোগাযোগ করে এ বিষয়ে আরও তথ্য সরবরাহ করবে।

সূত্র: প্রথম আলো
আইএ/ ২১ এপ্রিল ২০২৩

Back to top button