জাতীয়
জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা সপু
ঢাকা, ২০ এপ্রিল – বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
গত ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ধানমন্ডির শংকরের বাসা থেকে ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সরফত আলী সপুকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেলেও কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে ফের গ্রেপ্তার করা হয়।
সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ২০ এপ্রিল ২০২৩