আইপিএলে লিটনের অভিষেক, বাদ মুস্তাফিজ
নয়াদিল্লি, ২০ এপ্রিল – আইপিএলে অভিষেক হলো বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের।
বৃহস্পতিবার দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলছেন এই স্ট্রাইলিশ ব্যাটার। তবে দিল্লির একাদশে নেই মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারকে দুটি ম্যাচ খেলিয়ে বাদ দেওয়া হয়েছে।
দলে যোগ দিয়ে দুই ম্যাচ বাইরে থাকার পর মাঠে নামার সুযোগ পেয়েছেন লিটন।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বৃষ্টির কারণে এক ঘণ্টা দেরিতে শুরু ম্যাচে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
মোস্তাফিজের জায়গায় ফিল সল্টকে দলে নিয়েছে দিল্লি। বাঁহাতি পেসারের জায়গা হারানোর কারণে এই ম্যাচে মুখোমুখি হওয়া হলো না বাংলাদেশের দুই তারকার।
আইপিএলে খেলার সুযোগ পাওয়া ষষ্ঠ বাংলাদেশি লিটন। তার আগে আব্দুর রাজ্জাক, মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও মোস্তাফিজ খেলেছেন জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২০ এপ্রিল ২০২৩