জাতীয়

বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে, সকাল ৯টায়

ঢাকা, ২০ এপ্রিল – জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত হওয়ার কথা রয়েছে সকাল সাড়ে আটটায়। তবে আবহাওয়া প্রতিকূল (বৃষ্টি) থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

পৃথক আরেক বিজ্ঞপ্তিতে আবু নাছের জানান, ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের জাতীয় ঈদগাহ ময়দানের প্যান্ডেলে এক সঙ্গে ৩৫ হাজার মুসল্লি (নারী-পুরুষ) ঈদের জামাতে শরিক হতে পারবেন। এছাড়া প্যান্ডেলের বাইরে চারপাশের রাস্তাগুলোতেও আরও অর্ধলক্ষাধিক মানুষ ঈদ জামাতে অংশগ্রহণ করে থাকেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ এপ্রিল ২০২৩

Back to top button