জাতীয়
মোংলায় বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন
খুলনা, ০৯ ডিসেম্বর- বাংলাদেশে প্রথম বায়ু শক্তি নির্ভর একটি বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হতে যাচ্ছে। খুলনার মোংলায় এই বিদ্যুৎকেন্দ্র হবে ৫৫ মেগাওয়াট ক্ষমতার।
আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে। চীনের এনভিশন এনার্জি লি. এবং এস কিউ ট্রেডিং এন্ড ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ পেয়েছে।
আরও পড়ুন : বাবুনগরী-মামুনুলদের বিরুদ্ধে একদিনে দুই মামলা
২০ বছর মেয়াদি এই কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ দশমিক ৫৬ টাকায় কিনবে সরকার।
দেশে বর্তমানে ক্ষুদ্র তিনটি বায়ু বিদ্যুৎকেন্দ্র রয়েছে। সব মিলিয়ে এগুলোর উৎপাদন ক্ষমতা ২ দশমিক ৯ মেগাওয়াট।
সূত্রঃ ডেইলি স্টার
আডি/ ০৯ ডিসেম্বর