ঢালিউড

পরিচালক হিসেবে স্বীকৃতি পেলেন ওলিজা মনোয়ার

ঢাকা, ২০ এপ্রিল – অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার চলচ্চিত্র পরিচালক সমিতির পূর্ণাঙ্গ সদস্য পদ পেয়েছেন। বিষয়টি নিজেই জানিয়েছেন ওলিজা। পরিচালক সমিতির অফিশিয়াল চিঠি পেয়েছেন জানিয়ে অলিজা বলেন, ‘অবশেষে পরিচালক সমিতির চিঠি পেয়েছি। এটা আমাকে আনন্দিত করেছে, করেছে সম্মানিত। আপনারা দোয়া করবেন।’

বাবা ডিপজলকে নিয়ে ‘মেঘলা’ নামে একটি ভৌতিক ছবি নির্মাণ করেছিলেন তিনি।

ওলিজা মনোয়ার ২০১৬ সালেই ঘোষণা দিয়েছিলেন পরিচালনায় আসবেন। ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। এর বাইরেও তিনি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। ঢাকায় ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

আইএ/ ২০ এপ্রিল ২০২৩

Back to top button