‘অনেক পুরুষ এসেছে যারা আমার সাফল্যে অনিশ্চয়তায় ভুগত’, কাকে ইঙ্গিত প্রিয়াঙ্কার?
মুম্বাই, ১৯ এপ্রিল – বলিউড থেকে অনেকটাই বিচ্ছিন্ন প্রিয়াংকা চোপড়া। এখন তার হাতে হলিউড প্রোজেক্ট। এর পর তাকে দেখা যাবে দ্য রুশো ব্রাদার্স পরিচালিত সিটাডেলে রিচার্ড ম্যাডেন ও স্ট্যানলি টুকির সঙ্গে।
সেখানে ক্যারিয়ার গড়ার পর থেকেই বলিউড নিয়ে নানা বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন তিনি। এর আগে বলিউডের নোংরা রাজনীতিতে বিরক্ত হয়েই তিনি ভারত ছেড়েছিলেন বলে জানান। এবার সাফ জানালেন, তার জীবনে এর আগে আসা পুরুষেরা ছিল ‘নিরাপত্তাহীন’।
প্রসঙ্গত, হলিউডের গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াংকা ২০১৮ সালে। তাদের মধ্যে বয়সের ফারাক পুরো ১০ বছরের। তবে বয়সের থেকে এই পার্থক্য কখনই সম্পর্কে যে বাধা হয়ে দাঁড়ায়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াংকা বলেন, আমি এমন পুরুষদের দেখেছি, জীবনে যারা অনিশ্চয়তায় ভুগেছে আমার সাফল্য দেখে।
অভিনেত্রীর কথায়, আসলে সংসারের জন্য রোজগার করে পুরুষরা স্বাধীনতা আর গর্ববোধ করে।
আইএ/ ১৯ এপ্রিল ২০২৩