নিউইয়র্কে পার্কিং ভবন ধসে নিহত ১, আহত ৫
নিউইয়র্ক, ১৯ এপ্রিল – নিউইয়র্কে একটি বহুতল গাড়ি পার্কিং ভবন ধসে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। ম্যানহাটনের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের চারতলা ভবনের দ্বিতীয় তলা ধসে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ নিখোঁজ আছে কিনা তা দেখার জন্য ধসে পড়া ভবনের সকল শ্রমিকদের হিসাব করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, গাড়িসহ ভেঙে পড়া কংক্রিটের দেয়াল স্তূপ হয়ে আছে। নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) প্রধান জন এস্পোসিটো বলেছেন, উদ্ধার অভিযানটি দমকলকর্মীদের জন্য বেশ বিপজ্জনক, কারণ ভবনটি বেশ নাজুক আবস্থায় আছে। তিনি আরও বলেন, ভবনের ভেতরে আমাদের দমকলকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। ভবনটি থেকে কিছু কিছু অংশ ক্রমাগত ধসে পড়ছে। আমাদের কিছু শ্রমিকও আছেন, যারা বিপদে পড়েছিলেন সেখানে।
একজন আহত শ্রমিক ওপরের তলায় আটকা পড়েছিলেন এবং আহত হওয়ায় তিনি বের হতে পারছিলেন না। পরে পাশের ভবনের ছাদ পেরিয়ে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয় বলে তিনি জানান।
শহরের মেয়র বলেছেন, নতুন প্রযুক্তি জরুরি অবস্থায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মেয়র এরিক অ্যাডামস আরও বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের কাছে একটি রোবটিক কুকুর ছিল, যেটি ভবনের ভেতরে যেতে সক্ষম হয়েছিল। রোবটিক কুকুরটি ভবনের ভেতর থেকে ভিডিও পাঠাতেও সক্ষম হয়েছিল। এরপর সেই ছবি দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হয়। অনুসন্ধানের জন্য ড্রোনও উড্ডয়ন করা হয়।
ধসের কারণ এখনো জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ধসের কারণে পাশের ভবনগুলোর কোনো ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৯ এপ্রিল ২০২৩