ইউরোপ

জার্মানিতে ছুরি হামলায় আহত ৪

বার্লিন, ১৯ এপ্রিল – জার্মানির ডুসবুর্গে একটি ফিটনেস স্টুডিওতে ছুরির হামলা ঘটেছে। স্থানয়ী সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন হামলাকারী ছুরি নিয়ে ওই ফিটনেস স্টুডিওতে ঢুকে পড়ে এবং এলোপাথারি ছুরি চালাতে থাকে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন অন্তত চারজন। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছুরি বা ছুরির মতো কোনো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।

আহতদের তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজন গুরুতর আহত হলেও বিপদ কাটিয়ে উঠেছেন। কেন এই হামলা চালিয়ে ওই ব্যক্তি তা নিয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি।

ঘটনাস্থলে পুলিশের একটি দল মোতায়েন করা হয়েছে। ওই হামলাকারী এখনো পালাতক রয়েছেন। তাকে ধরার চেষ্টা করছে পুলিশ। তাকে ধরতে পুরো অঞ্চলটি সিল করে দেওয়া হয়েছে। ওই সময় স্টুডিওতে যারা উপস্থিত ছিলেন, তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

পুলিশ সূত্র তাকে জানা গেছে, সম্ভবত একজনই আক্রমণকারী ছিল। ডুসবুর্গ শহরের বাইরেও পুলিশ তল্লাশি চালাচ্ছে।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৯ এপ্রিল ২০২৩

Back to top button