বলিউডের ফ্যামিলি ম্যান শাহরুখ খান
মুম্বাই, ১৯ এপ্রিল – মনোজ বাজপায়ী অভিনীত সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’। অ্যামাজনের প্রাইম ভিডিওতে স্ট্রিম হয়েছে এ সিরিজের দুটো সিজন। রাজ অ্যান্ড ডিকে পরিচালিত সিরিজটি দারুণ জনপ্রিয়। সিরিজে দেখানো হয়, পুলিশের বিশেষ বিভাগের একজন অফিসার কেমন করে দেশ রক্ষার পাশাশাশি নিজের পরিবারকে সামলান। রিল লাইফ থেকে রিয়েল লাইফে এলে শাহরুখ খানকে বলা যায় বলিউডের ফ্যামিলি ম্যান। তিন দশকের বেশি সময় ধরে গৌরি খানের সঙ্গে তার দাম্পত্য জীবন। তিন সন্তান তাদের। বলিউডে ভালো-মন্দ সময় পার করে তিনি পরিবারেও একজন দায়িত্বশীল স্বামী ও পিতা। নানা সময়ে গৌরিকে এজন্য কৃতিত্ব দিতে কার্পণ্য করেন না শাহরুখ। সম্প্রতি তাদের পরিবারকে একত্রে দেখে খুশি তার ভক্তরাও।
কিছুদিন আগে মুকেশ আম্বানীর অনুষ্ঠানে দেখা গিয়েছিল শাহরুখ খান ও তার পরিবারকে। গৌরি, আরিয়ান, সুহানা ও আব্রামের সঙ্গে দুটি ছবি প্রকাশের পর ভালোবাসার বন্যায় তাদের ভাসান ভক্তরা। গতকাল ‘মাই কফি টেবিল বুক’ ক্যাপশন দিয়ে নিজের ফেসবুকে গৌরি একটি ছবি পোস্ট করেছেন। এ ছবিতেও শাহরুখ পুরো পরিবার সমেত হাজির। আরিয়ান, গৌরি ও সুহানাকে চারপাশে রেখে আব্রামকে শাহরুখ বসিয়েছেন উরুতে। ছবিটির একটি বৈশিষ্ট্য হলো, তারা একই রকম সাদা ও কালো পোশাক পরেছেন। এর পাশাপাশি শাহরুখ ও আরিয়ানের আরো একটি ছবি পোস্ট করা হয়েছে, যা দেখে ভক্তরা তাদের ‘যমজ’ বলে কমেন্ট করছেন। আরো নানা কমেন্ট এসেছে, যার মধ্যে মজার একটি কমেন্ট হলো, ‘আমাদের পাঠান পরিবার।’
সিনেমা হিসেবে পাঠান যেমনই হোক না কেন, বলিউড ও শাহরুখ খানের ভাগ্য পরিবর্তন করেছে এ সিনেমা। শাহরুখ রাজার বেশে ফিরবেন, তা অনেকেই ভাবেননি। সিনেমার ব্যর্থতা পার করে তিনি ফিরবেন, ভক্তদের অনেকে তা বিশ্বাস করলেও তার পারিবারিক সংকট কাটিয়ে সেটা কঠিন হবে বলেই মনে করতেন সবাই। সিনেমার ব্যর্থতা, সিনেমা থেকে বিরতির মধ্যে মাদক মামলায় আরিয়ানকে জড়িয়ে ফেলা ছিল যেন বোঝার ওপর শাকের আঁটি। কিন্তু সেসব দুঃসময় ধৈর্য ও সাহসের সঙ্গে পার করেছেন শাহরুখ। ফিরেছেন আবার বাদশাহর বেশে।
শাহরুখ খান নানা সময়ে তার সন্তানদের নিজের পাশে রাখেন। আইপিএলের নিলামে তার হয়ে বিড করেছিলেন আরিয়ান। সুহানা ও আব্রামকে বহুবার তার সঙ্গে গ্যালারিতে দেখা গেছে আইপিএলে, কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে। সুহানা তার গ্র্যাজুয়েশন শেষ করেছেন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়া থেকে। সিনেমায় তার অভিষেক হচ্ছে জয়া আখতারের হাত ধরে।
এদিকে অভিনয় নিয়ে আরিয়ানের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছিলেন শাহরুখ। ডেভিড ল্যাটারম্যানের নেটফ্লিক্স শোয় শাহরুখ বলেছিলেন, ‘একজন অভিনেতার বৈশিষ্ট্য আরিয়ানের নেই ও সে নিজেও এ ব্যাপারে সচেতন। তবে সে একজন ভালো লেখক।’ সে অনুসারেই আরিয়ান কাজ করছেন লেখক হিসেবে। গত ডিসেম্বরে সে একটি গল্প লিখে শেষ করেছে ও প্রজেক্টটি রেড চিলিজ থেকেই আসবে। আরিয়ানের সে ঘোষণা পোস্টে শাহরুখ কমেন্ট করেছিলেন, ‘চিন্তা, বিশ্বাস ও স্বপ্ন দেখার সময় শেষ। এখন কাজে নামতে হবে। অভিষেকের জন্য শুভকামনা। প্রথম কাজটা সবসময়ই বিশেষ।’
প্রশংসা নেই। অতিরিক্ত আশাবাদও নেই। বাবার স্নেহের সঙ্গে যেন গুরুর নির্দেশনাও দিলেন শাহরুখ। এই না হলে ফ্যামিলি ম্যান।
আইএ/ ১৯ এপ্রিল ২০২৩