এশিয়া

চীনে হাসপাতালে আগুন, নিহত ২১

বেইজিং, ১৮ এপ্রিল – চীনের রাজধানী বেইজিংয়ে চাংফেং নামের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন বা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। সূত্র: সিএনএন

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে ইমার্জেন্সি রেসপন্স টিম জানতে পারে।

প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হাসপাতালে উদ্ধার তৎপরতা চালাতে আরও দুই ঘণ্টা সময় লেগে যায়। এ সময় হাসপাতাল থেকে ৭১ রোগীকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয় বলে সিসিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানানো হয়নি। কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

সূত্র: সমকাল
আইএ/ ১৮ এপ্রিল ২০২৩

Back to top button