ক্রিকেট

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ নারী দল ঘোষণা

ঢাকা, ১৮ এপ্রিল – তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৫ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সফরের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া হয়ে দল। নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হবে- ওয়েদার এবং কন্ডিশন। সেটার কথা বিবেচনা করেই আমাদের দলটা তৈরি করা। যে টিমের সমন্বয়টা হলো কিছু সিনিয়র খেলোয়াড়, কিছু অভিজ্ঞ খেলোয়াড়, কিছু আপকামিং ইয়াং স্টার, যারা সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছে। সেখান থেকে কিছু খেলোয়াড়কে আমরা নিয়েছে।’

কিছু সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার কথা জানিয়ে মঞ্জুরুল বলেন, ‘বিশ্রাম দিয়েছি এই জন্য যে এই বছর আমরা অনেকগুলো সিরিজ খেলব হোম অ্যান্ড অ্যাওয়েতে। সেই সঙ্গে শ্রীলঙ্কাতে ফিটনেস একটা বড় ভূমিকা পালন করে। সবকিছু মিলিয়েই দলটা ঘোষণা করা। এটা এফটিপির অ্যাওয়ে ট্যুর। যেখানে প্রতিটা ম্যাচই ফরম্যাট ওয়াইজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

২৯ এপ্রিল প্রথম ওয়ানডে খেলতে নামবে দুই দল। ২ ও ৪ মে হবে পরের দুই ওয়ানডে। ওয়ানডে সিরিজটি আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। ৯ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১৩ মে।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে কলম্বোর পি. সারা ওভালে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে একটি করে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মোস্তুরি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রায়েবা ও সালমা খাতুন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৮ এপ্রিল ২০২৩

Back to top button