আফ্রিকা

সুদানে বাড়িতে হামলার শিকার ইইউ রাষ্ট্রদূত

খার্তুম, ১৮ এপ্রিল – সুদানে তিনদিন ধরে ক্ষমতার জন্য সংঘর্ষ চলছে সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-র মধ্যে।

এরই মধ্যে রাজধানী খার্তুমে নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আইদান ওহারা। তবে এ হামলায় তিনি গুরুতরভাবে আহত হননি বলে নিশ্চিত করেছেন আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন।

মঙ্গলবার এ তথ্য জানায় বার্তা সংস্থা বিবিসি নিউজ।

আইরিশ পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে “কূটনীতিকদের সুরক্ষার চরম লঙ্ঘন” বলে অভিহিত করেন। তিনি হামলার শিকার রাষ্ট্রদূত আইদান ও’হারাকে ‘অসামান্য আইরিশ এবং ইউরোপীয় কূটনীতিক হিসাবে অভিহিত করে বলেন, ’আইদান সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ইইউকে সেবা করছেন’।

এ সময় ইইউ রাষ্ট্রদূতকে তার সেবার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে সুদানে সহিংসতা বন্ধ করার ও সংলাপ পুনরায় শুরু করার জন্য আহ্বান জানান আইরিশ পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এক টুইট বার্তায় বলেন, কূটনৈতিক প্রাঙ্গণ এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সুদানের কর্তৃপক্ষের ‘প্রাথমিক দায়িত্ব’

অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেছেন, চলমান নিরাপত্তা উদ্বেগ এবং খার্তুমের বিমানবন্দর বন্ধ থাকা সত্ত্বেও বর্তমানে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা নেই। তিনি (সুদানে অবস্থানরত) সকল আমেরিকানকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ পরিস্থিতি মূল্যায়ন করে চলা-ফেরা করার আহ্বান জানিয়েছেন।

শনিবার থেকে শুরু হওয়া সুদানের দুই বাহিনীর লড়াইয়ে এখন পর্যন্ত কমপক্ষে ১৮৫ মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছে আরও ১৮০০ জন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৮ এপ্রিল ২০২৩

Back to top button