জাতীয়

আগুন সন্ত্রাসের হুমকি দিয়ে সরকারের পতন হবেনা

বগুড়া, ১৭ এপ্রিল – কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তারা আন্দোলনের নামে ফের আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে। হুমকি ধামকি দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না। দেশে ইলেকশন হবে। সরকারের পতন ঘটাতে হলে নির্বাচনের মাধ্যমেই করতে হবে। আর আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছে। দেশের মানুষের বা ভোটারদের আস্থা অর্জন করেছে। তাই আগামী ভোটে ভোটাররা আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করবে।

সোমবার দুপুরে বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের নগর আজিরন রাবেয়া মহিলা আলিম মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মাশফিকুর রহমান পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৭ আসনের এমপি মো: রেজাউল করিম বাবলু, বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, আরডিএ’র মহাপরিচালক খলিল আহমদ, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দিন আহমদ, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, বগুড়ার সিভিল সার্জন ডাঃ শফিউল আজম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার বীর মুক্তিযোদ্ধা মো. নজিবুর রহমান, শাজাহানপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, ডিডি (এলজি) মাসুম আলী বেগ, শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, এসি-ল্যান্ড শানজিদা মুস্তারী, ওসি আব্দুল কাদের জিলানী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজার রহমান বাবলু, সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোতারব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমেনা খাতুন, জেলা কৃষকলীগ সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক প্রমুখ।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৭ এপ্রিল ২০২৩

Back to top button