বাফুফের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইমরান
ঢাকা, ১৭ এপ্রিল – জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জেনারেল সেক্রেটারি আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।
তার জায়গায় বাফুফের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন তুষার। তিন মাসের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সংবাদ সম্মেলনে বাফুফে বিষয়টি নিশ্চিত করেছে।
তুষার ইমরান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ও বাফুফের প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘সাধারণ সম্পাদক দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় তিনি ফেডারেশনে যেন আর অংশ নিতে না পারেন ওই সিদ্ধান্ত হয়েছে। তুষার ইমরানকে তিন মাসের জন্য দায়িত্ব দিচ্ছি। সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নতুন সাধারণ সম্পাদক দেওয়া হবে। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আমাদের প্রসিডিউয়ের মাধ্যমে পরবর্তীতে আমরা নিয়োগ দেব।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমরা একটি স্পেশাল কমিটি করেছি। সাত জনের কমিটি। সঙ্গে একটি অভ্যান্তরীন কমিটি থাকবে। পরবর্তী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। (আবু নাঈম সোহাগের) প্রত্যারণার বিষয়টি আপনাদের যেমন পছন্দ হয়নি আমাদেরও হয়নি। জীবনে যেন রিপিট না করে সেই ব্যবস্থা করবো।’
সূত্র: সমকাল
এম ইউ/১৭ এপ্রিল ২০২৩