ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত কক্সবাজার
কক্সবাজার, ১৭ এপ্রিল – কক্সবাজারের হোটেল-মোটেলগুলো ফের নতুন করে সাজছে। আসন্ন ঈদুল ফিতরের সময় ভ্রমণে আসা পর্যটকদের বরণের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এসব হোটেল-মোটেলে। ইতোমধ্যে পাঁচ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগের রং লাগানো, ধুয়ে-মুছে পরিচ্ছন্নতার কাজ শেষ।
সোমবার (১৭ এপ্রিল) সরেজমিন থেকে এ তথ্য পাওয়া যায়।
জানা গেছে, রমজানের শুরু থেকেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে সকাল-বিকালের চিত্রই সম্পূর্ণ ভিন্ন। কোথাও পর্যটক নেই। বালুচরের পর্যটন ছাতাগুলো একদম খালি পড়ে রয়েছে। রমজান উপলক্ষে সাগরপারের শতকরা ৯০ ভাগ হোটেল-মোটেল বন্ধ রয়েছে। রমজানের পর্যটকশূন্য অবস্থায় প্রতিষ্ঠানগুলোতে নতুন করে সাজগোজের মাধ্যমে পর্যটক বরণের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানান, ঈদের ছুটি পাঁচ দিন হলেও টানা সাত দিন কক্সবাজারে পর্যটক আসবেন। অনেক পর্যটক ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন। ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে ফেডারেশনভুক্ত আবাসিক হোটেল-মোটেল ও গেস্টহাউসে ভাড়ায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।
বৃহত্তর বিচ ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবদুর রহমান জানান, ঈদের ছুটিতে পর্যটকে মুখরিত হয়ে উঠবে কক্সবাজার। পর্যটক বরণে সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। পর্যটকদের সার্বিক সেবা দেবেন তারা।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম জানান, পর্যটকদের বরণ করতে আমরা প্রস্তুত। ইতোমধ্যে সমুদ্র সৈকতসহ গুরুত্বপূর্ণ বিনোদন-কেন্দ্রগুলোতে টুরিস্ট পুলিশের তৎপরতা শুরু হয়েছে। ট্যুরিস্ট পুলিশ সৈকতের প্রবেশপথে তল্লাশি চৌকি স্থাপন, সৈকতে পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৭ এপ্রিল ২০২৩