জাতীয়

আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা, ১৬ এপ্রিল – কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় তীব্র দাবদাহ চলছে। প্রচণ্ড রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ রোববার সীমান্তের এ জেলায় দেশের সর্বোচ্চ ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল এ জেলায় তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। নাভিশ্বাস দেখা গেছে মানুষের মধ্যে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভ্যান-রিকশাচালক ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা।

 

এদিকে, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য শহরে মাইকিং করেছে জেলা প্রশাসন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, চুয়াডাঙ্গায় আজও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ১৪ শতাংশ। আকাশ মেঘলা থাকার কারণে গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কম। তবে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, আগামী আরও কয়েকদিন এমন পরিস্থিতি বিরাজ করবে। একইসঙ্গে তাপমাত্রা আরও বাড়বে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৬ এপ্রিল ২০২৩

Back to top button