আফ্রিকা

সুদানে গোলাগুলি, প্রাণে বাঁচলেন সৌদি এয়ারের শতাধিক যাত্রী

খার্তুম, ১৬ এপ্রিল – গত কয়েক দিন ধরেই সুদানে চলছে ব্যাপক গোলাগুলি। শনিবার সেটা তীব্র আকার ধারণ করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করেছে। ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।

এদিকে দেশটিতে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মধ্যে লড়াইয়ের জেরে গুলিবিদ্ধ হয়েছে সৌদি এয়ারওয়েজের এয়ারবাস এ৩৩০ বিমান। বিমানটি সুদানের খারতুম থেকে উড়ে সৌদিতে যাওয়ার কথা ছিল। টেকঅফের সময়ই বিমানটি গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে।

রয়টার্স ও খালিজ টাইসম জানিয়েছে, বিমানে গুলি লাগলেও কোনো যাত্রী বা বিমানকর্মী হতাহতের ঘটনা ঘটেনি। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শতাধিক সাধারণ যাত্রী। ঘটনাটি শনিবার সুদানের রাজধানী খার্তুমে ঘটনাটি ঘটেছে। খার্তুম বিমানবন্দর থেকে বিমানটি রিয়াদের উদ্দেশে উড়াল দেওয়ার আগে প্রবল গোলাবর্ষণের সম্মুখীন হয়। বিমানে গুলি লাগে। ক্ষতিগ্রস্ত হয় বিমানটি।

সৌদি এয়ারওয়েজের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনার পর বিমানটিতে থাকা কেবিন ক্রুদের সুদানে অবস্থিত সৌদি দূতাবাসে নিয়ে যাওয়া হয়। তারা সকলে নিরাপদে আছেন বলে জানা গেছে।

এদিকে এই ঘটনার পর সুদানের আকাশসীমায় থাকা সৌদি এয়ারওয়েজের বিমানকে রিয়াদে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত সুদান থেকে সব ফ্লাইট বাতিল করেছে সৌদি। তাছাড়া সুদানের উদ্দেশেও যাবতীয় ফ্লাইট বাতিল করা হয়েছে বিমান সংস্থাটির পক্ষ থেকে।

সূত্র: যুগান্তর
এম ইউ/১৬ এপ্রিল ২০২৩

Back to top button