জাতীয়

জাতীয় ঈদগাহ মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ঢাকা, ১৬ এপ্রিল – ঈদুল ফিতরের বাকি আর মাত্র কদিন। এই ঈদ উৎসব ঘিরে চলছে জোর প্রস্তুতি। প্রতি বছরের ন্যায় এবারও ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ মাঠ। যেখানে প্রায় একসঙ্গে ৩০-৪০ হাজারে মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন। ইতিমধ্যে নামাজের মাঠ প্রস্তুত করার কাজ শেষ। এখন চলছে সামিয়ানা টাঙানোর কাজ।

রোববার (১৬ এপ্রিল) জাতীয় ঈদগাহ মাঠ সরজমিনে ঘুরে দেখা যায়, শ্রমিকরা পুরো মাঠে প্রস্তুতের কাজ করছেন। ৬৫০ ফুট দৈর্ঘ্য এবং ৩৬০ ফুট প্রস্থের মাঠে বাঁশ বাঁধার কাজ চলছে বেশ জোরেশোরে।

জাতীয় ঈদগাহে নামাজের পাশাপাশি থাকবে অজুর ব্যবস্থাও। থাকবে এয়ার কুলারের ব্যবস্থাও। মাঠে সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, মেটাল লাইট ও টিউব লাইট লাগানো হবে।

এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসা সেবা, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৬ এপ্রিল ২০২৩

Back to top button