দক্ষিণ এশিয়া

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় মন্ত্রী নিহত

ইসলামাবাদ, ১৬ এপ্রিল – পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দেশটির কেন্দ্রীয় ধর্মমন্ত্রী ও জমায়তে উলামায়ে ইসলাম নেতা মুফতি আব্দুল শাকুর।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানী ইসলামাবাদে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন।

পুলিশ জানায় সন্ধ্যার দিকে ইফতারির সময়ের কিছু আগে মন্ত্রী আবদুল শাকুর স্থানীয় একটি হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িতে একটি টয়োটা হিলাক্স রেভো ধাক্কা মারে।

দুর্ঘটনার পর মন্ত্রীকে উদ্ধার করে স্থানীয় পলি ক্লিনিক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের মহাপরিদর্শকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছান।

এদিকে পুলিশ জানায়, মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারা টয়োটা হিলাক্স রেভো গাড়িতে পাঁচজন ছিলেন। তাঁদের সবাইকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গাড়িতে মন্ত্রী একা ছিলেন নাকি তার সঙ্গে আরও কেউ ছিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশের একটি সূত্র বলছে, মন্ত্রী নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৬ এপ্রিল ২০২৩

Back to top button