মধ্যপ্রাচ্য

আল-আকসায় জুমার নামাজ পড়লেন আড়াই লাখ মুসল্লি

জেরুজালেম, ১৫ এপ্রিল – ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বাধা ও হয়রানি উপেক্ষা করে অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে আড়াই লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজ আদায় করেছে। শনিবার (১৫ এপ্রিল) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে অনুসারে ১৪ এপ্রিল ছিল রমজানের শেষ শুক্রবার। রমজান মাসের শেষ শুক্রবার মুসলমানরা জুমাতুল বিদাহ পালন করেন। এ কারণেই আল আকসায় মুসল্লিদের জমায়েত বেশি ছিল।

এদিন তিন হাজারের বেশি পুলিশ, সীমান্ত পুলিশ এবং নিরাপত্তা সংস্থা শিন বেটের এজেন্টদের আল আকসা মসজিদের দিকে যাওয়ার রাস্তায় মোতায়েন করে ইসরায়েল।

সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর হামলা চালালে উত্তেজনা আরও বেড়ে যায়।

এর জের ধরে আল আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল। পুরো রমজান মাসজুড়ে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৫ এপ্রিল ২০২৩

Back to top button