উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত
কক্সবাজার, ১৫ এপ্রিল – কক্সবাজারের উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক সাব মাঝি নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত হয়েছেন: উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. জালাল আহমদের ছেলে রওশন আলী (৫৫)।ওই রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি। শনিবার (১৫ এপ্রিল) উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ব্লকের এ ঘটনা ঘটে।
৮ আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, একদল সন্ত্রাসী উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ব্লকের আলম বাজার সংলগ্ন এলাকায় অবস্থান নেন। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে। তখন সাব মাঝি রওশন আলী গুলিবিদ্ধ হন। পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
ক্যাম্পের বাসিন্দারা বলছেন, আরসা বিরোধিতা এবং প্রশাসনকে তথ্য দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৫ এপ্রিল ২০২৩