সেই ‘কোটিপতি চবি ছাত্র’ অবশেষে র্যাবের হাতে ধরা
ঢাকা, ১৫ এপ্রিল – হত্যা, অপহরণ, অবৈধ আগ্নেয়াস্ত্র বহন, ইয়াবাপাচার, মানি লন্ডারিং, সরকারি কর্মকর্তাদের ওপর হামলাসহ বিভিন্ন মামলার আসামি রবিউল আলম ওরফে রইব্যাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শুক্রবার কক্সবাজার পৌর শহরের কলাতলি ডিসি পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। রবিউল ‘কোটিপতি চবি ছাত্র’ নামে পরিচিত।
রবিউল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একজন ছাত্র হয়ে তার ব্যাংক একাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ, মানি লন্ডারিং, ইয়াবা পাচার, সরকারি কর্মকর্তাদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগ অনেকগুলো মামলা রয়েছে।
রবিউলের গ্রামের বাড়ি টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়ায়। বছরখানেক আগে কক্সবাজার পৌরসভার কলাতলী ডিসি পাহাড় এলাকায় বসবাস শুরু করে তার পরিবার। রবিউল, তার বড় ভাই ফরিদুল আলম ও বাবা সিদ্দিক আহমেদ ১০-১৫টি মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, গতকাল ভোরে কক্সবাজার পৌর শহরের কলাতলি ডিসি পাহাড় এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে রবিউল বাসার পেছন দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: আমাদের সময়
এম ইউ/১৫ এপ্রিল ২০২৩