ফুটবল

প্রশ্ন শুনে ‘থ্যাংক ইউ’ বলে চলে গেলেন সালাউদ্দিন

ঢাকা, ১৫ এপ্রিল – বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে শুক্রবার ফিফা নিষিদ্ধ করার পর শনিবার বাফুফে ভবনে হাজির সভাপতি কাজী সালাউদ্দিন। গণমাধ্যমকর্মীদের প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে সংবাদ সম্মেলন শেষ না করেই চলে গেছেন তিনি।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা সোহাগকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে। সঙ্গে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করেছে। ফিফার এমন সিদ্ধান্তের একদিন পরই বাফুফে ভবনে হাজির সভাপতি সালাউদ্দিন। বেলা ২টার দিকে তিনি মতিঝিল এসে পৌঁছান।

তবে সালাউদ্দিন সেখানে আসার আগে ফেডারেশন ভবনে ভিড় করেন গণমাধ্যমকর্মীরা। সেখানে পৌঁছার কিছুক্ষণ পর সংবাদকর্মীদের সঙ্গে কথাও বলেন। সাংবাদিকরা প্রশ্ন করার আগেই তিনি কথা বলতে শুরু করেন।

এক পর্যায়ে এক সংবাদকর্মী সালাউদ্দিনের কাছে জানতে চান, বাফুফে সাধারণ সম্পাদক সোহাগকে নিষিদ্ধ করার ঘটনাটি দেশের ফুটবলের জন্য লজ্জাজনক কি না?

এমন প্রশ্ন শুনে সালাউদ্দিন, ‘থ্যাংক ইউ’ বলে সম্মেলন কক্ষ ত্যাগ করেন। তার চলে যাওয়াতেই সোহাগকে নিয়ে সংবাদ সম্মেলনটি ৫ মিনিটও স্থায়ী হয়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৫ এপ্রিল ২০২৩

Back to top button