গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৮
গাজীপুর, ১৫ এপ্রিল -গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে। এতে ৮ শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মজনু মিয়া (৪৫), রাসেল (৩৫), মঞ্জুরুল (৩৫), আরিফ (১৯), আল-আমিন (২১), জাহাঙ্গীর (২৩), বাদশা মিয়া (২২) ও আসাদুল (২৫)।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত এমরান জানান, দেওয়ালিয়াবাড়ী এলাকায় কাশিমপুর কারাগার রোডে ডানো ফ্যাক্টরির একটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছিল। সকাল থেকে নির্মাণাধীন ওই ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এসময় নির্মাণাধীন ভবনের সেন্টারিং সরে গিয়ে ঢালাইসহ ছাদ ধসে পড়ে। এতে ৮ শ্রমিক নিচে চাপা পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ এপ্রিল ২০২৩