জাতীয়

নিউ মার্কেটে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ১২ শতাধিক দোকান, ক্ষতি চারশ কোটি টাকা

ঢাকা, ১৫ এপ্রিল – রাজধানীর নিউ মার্কেটের আগুনে প্রায় ১২ শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক কল্যাণ সমিতি। এতে প্রায় চারশ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে জানান তারা।

ব্যবসায়ী নেতারা বলছেন, নিউ মার্কেটে ১২ শতাধিক দোকান আছে। যেগুলো কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় চারশ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

শনিবার ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এসে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, নিউ সুপার মার্কেটে ১২ শতাধিক দোকান আছে। আর নিউ মার্কেটে আরও অনেক দোকান আছে। আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন চারশ কোটি টাকা।’

দোকান মালিক সমিতির সভাপতি বলেন, ‘আমরা দোকান বন্ধ করে যখন চলে যাচ্ছি, এরপরই দুর্ঘটনা ঘটছে। আমরা দেখবো ভোরের আগুন কেন লাগছে। এখন থেকে মালিক সমিতির লোকজন সারারাত পাহারা দেবেন।’

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ১৫ এপ্রিল ২০২৩

Back to top button