পোড়া মার্কেট থেকে মালামাল সরিয়ে মূল মার্কেটে রাখছেন ব্যবসায়ীরা
ঢাকা, ১৫ এপ্রিল – রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মালামাল সরিয়ে মূল মার্কেটে রাখছেন ব্যবসায়ীরা। যে যার মতো জিনিসপত্র নিরাপদে নেওয়ার চেষ্টা করছেন তারা। শনিবার (১৫ এপ্রিল) ভোরে মার্কেটটিতে এ দুর্ঘটনা ঘটে।
সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, এখন আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ চলছে।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ব্যবসায়ীরা জানান, তিন ঘণ্টা পার হলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। মার্কেটটির তৃতীয় তলার ভেতরে ধোঁয়া উড়তে দেখা গেছে। আগুনের লেলিহান শিখা থেকে মালামাল বাঁচাতে নিউ সুপার মার্কেটের মাল সরিয়ে নিউমার্কেটে রাখছেন তারা। অনেক মাল পুড়ে গেছে।
তাসলিম ফ্যাশনের সেলস এক্সিকিউটিভ মুরাদ হোসেন বলেন, আমাদের দোকানটিতে বাচ্চাদের জিন্স আইটেমের পণ্য রয়েছে। আগুন লাগার প্রায় দুই ঘণ্টা পর জানতে পেরেই চলে এসেছি। দোকানের কিছু মাল বের করতে পেরেছি। গরম পানি আর ধোঁয়ার কারণে সব মাল সরানো সম্ভব হয়নি। আমরা যেটুকু এনেছি তা এখানে (নিউমার্কেট) রেখেছি। জানি না ভেতরে এখন কি হচ্ছে।
একই কথা বলেন নাফিজ জোসেন নামে অরেক জন। তিনি বলেন, আমরা দোকানের বেশিরভাগ মাল বের করে এনে নিউমার্কেটের ভেতরে রেখেছি। মালিক পিকআপ নিয়ে রওনা হয়েছেন। এসব মাল এখন বাসায় নিয়ে যাবো।
গত ৪ এপ্রিল সকালে রাজধানীর সর্ববৃহৎ পাইকারী পোশাকের মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মার্কেটগুলোতেও। আগুনে কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। পথে বসেন হাজারো ব্যবসায়ী। ক্ষতি হয় কোটি কোটি টাকার।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৫ এপ্রিল ২০২৩