অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঘূর্ণিঝড় ইলসার আঘাত

ক্যানবেরা, ১৪ এপ্রিল – পশ্চিম অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইলসা। ৫ মাত্রার ঝড়টি ইতোমধ্যে বাতাসের গতির রেকর্ড গড়েছে। তবে জনবহুল এলাকায় বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। শুক্রবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় মধ্যরাতের আগে বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক রপ্তানি কেন্দ্র পোর্ট হেডল্যান্ডের কাছে আঘাত হানে। এরপর ঝড়টি দুর্বল হয়ে তিন মাত্রায় নেমে আসে। কিন্তু কিছু অঞ্চলে এখনো জারি রয়েছে লাল সতর্কতা। বিবিসি আরও জানিয়েছে, ১৪ বছরের মধ্যে এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইলসা।

পোর্ট হেডল্যান্ডের মেয়র পিটার কার্টার জানিয়েছেন, শহরে ‘খুবই ভয়ঙ্কর এবং অস্বাভাবিক’ বাতাসের শব্দ শুনতে পেয়েছেন তিনি।

অঞ্চলটির দমকল প্রধান পিটার সাটন বলেন, ঝড়ে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। হেলিকপ্টারে স্থানীয় লোকজনকে উদ্ধারের পর সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো দেখতে উপকূল বরাবর চলে যাব। যদিও চ্যানেল নাইনের প্রতিবেদক এজরা হল্ট বিবিসিকে বলেছেন, ইলসা আঘাত হানার আগেই পোর্ট হেডল্যান্ডের বাসিন্দারা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

এবার ঘণ্টায় ২১৮ কিলোমিটার বেগে বাতাস রেকর্ড হয়েছে বেডআউট দ্বীপে। এর আগে পশ্চিম অস্ট্রেলিয়ায় আঘাত হানা সর্বশেষ ৫ মাত্রার ঘূর্ণিঝড়টি ছিল লরেন্স। ২০০৯ সালে এটি আঘাত হেনেছিল।

এর দুই বছর আগে ২০০৭ সালে ৫ মাত্রার ঘূর্ণিঝড় জর্জের তাণ্ডবে তিনজন নিহত হয়েছিল পোর্ট হেডল্যান্ডে। সেবার ঘণ্টায় ১৯৪ কিলোমিটার বাতাসের গতি দেখেছে অঞ্চলটি।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৪ এপ্রিল ২০২৩

Back to top button