জাতীয়

আওয়ামী লীগ ভাবছে, ক্ষমতা গেলে অবস্থা করুণ হবে

ঠাকুরগাঁও, ১৪ এপ্রিল – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার লুটপাট করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে, এখন মনে করছে, যদি ক্ষমতা চলে যায়, তাহলে তাদের করুণ অবস্থা হবে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এ দেশের রাজনীতি এবং অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকের সম্মেলন ইফতারের জন্য নয়, এটা হচ্ছে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদাজিয়াকে মুক্ত করবার জন্য, তারেক রহমানকে দেশে ফিরে আনবার জন্য, ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার জন্যে এই আয়োজন।

মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমরা নাকি সকাল থেকে মিথ্যা কথা বলি, কোনটা মিথ্যা? চালের দাম বেড়েছে সেটা মিথ্যা, ডালের দাম বেড়েছে সেটা মিথ্যা।

তিনি বলেন, আমাদের সর্বশক্তিকে একত্রিত করে, সমগ্র মানুষকে একত্রিত করে, সমস্ত গণতান্ত্রিক মানুষকে একত্রিত করে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এদেশকে মুক্ত করতে হবে। দেশ আজকে ধ্বংসের দাড়প্রাপ্তে পতিত হয়েছে, ফাঁদের দিকে চলে গেছে, অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শিক্ষানীতি ধ্বংস করা হয়েছে, স্বাস্থ্য নীতি ধ্বংস করা হয়েছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ রাজশাহী ও রংপুর বিভাগের স্বেচ্ছাসবক দলের নেতৃবৃন্দ।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৪ এপ্রিল ২০২৩

Back to top button