১৮০০ চা শ্রমিক পেল ৯০ লাখ টাকা অনুদান
মৌলভীবাজার, ০৮ ডিসেম্বর- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিনটি চা বাগানের কর্মরত ১৮০০ চা শ্রমিক জীবনমান উন্নয়ন কর্মর্সূচির আওতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের ৮৯ লাখ ৭৫ হাজার টাকার চেক পেল।
মঙ্গলবার ৮ ডিসেম্বর বিকাল ৫টায় মাধবপুর, পাত্রখোলা ও কুরমা চা বাগানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে চেক বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ এমপি।
কুরমা চা বাগানের মান্ডপ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, বিআরডিবি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।
আরও পড়ুন : বাবুনগরী বললেন, এটাই আমাদের সৌভাগ্য
অনুষ্ঠানে কুরমা চা বাগানের ৫ হাজার টাকা করে ১০২৫ জন চা শ্রমিকদের মধ্যে ৫১ লাখ ২৫ হাজার টাকা চেক বিতরণ করা হয়। একইভাবে মাধবপুর চা বাগান ও পাত্রখলা চা বাগান আরো ৭৭৫ জনের মধ্য ৩৮ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ এমপি।
সূত্র: কালের কন্ঠ
আডি/ ০৮ ডিসেম্বর