এই প্রসেনজিৎকে চেনা দায়!
কলকাতা, ১৪ এপ্রিল – সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। পরিচালক অতনু ঘোষের হাত ধরে অভিনেতা এবার একেবারে নতুন এক চরিত্র নিয়ে হাজির হলেন ‘শেষ পাতা’ সিনেমায়। বয়সের সঙ্গে সঙ্গে নিজের অভিনয় দক্ষতা এবং সত্ত্বাকেও তিনি যে পাকাপোক্ত করে তুলেছেন তা এ সিনেমার ট্রেলার দেখলেই বোঝা যায়। এবার ৫৮ বছর বয়সী এক মানুষের চরিত্রে অভিনয় করেছেন বুম্বা দা।
সাধারণত অতনুর সিনেমাতে চরিত্রের আধিক্য থাকে না। কিন্তু সেই কতিপয় চরিত্রই এক বৃহৎ সমাজের প্রতিচ্ছবি হয়ে ওঠে।
স্বল্প পরিসরে গল্পটা একটু ধরিয়ে দেওয়া যাক। সিনেমার কেন্দ্র বিন্দুতে রয়েছেন এক সময়ের জনপ্রিয় লেখক বাল্মীকি (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)। জীবন সায়াহ্নে সে নিঃসঙ্গতার স্বীকার। তার অভিনেত্রী স্ত্রীকে কারা যেন খুন করে নগ্ন অবস্থায় মাঠে ফেলে রেখে গিয়েছিল। বাল্মীকির অতীতের অন্ধকারতম দিকটিই বই আকারে ছাপিয়ে বাজারে ছড়িয়ে দিতে চান প্রকাশক। এ দিকে বাল্মীকির ‘রাইটার্স ব্লক’-এর অন্যতম কারণ তার প্রতি সমাজের ভিন্ন দৃষ্টিভঙ্গি। অগ্রিম বাবদ বাল্মীকির নেওয়া পারিশ্রমিক উদ্ধারে প্রকাশক এক বিচিত্র পথ বেছে নেন। তার পিছনে লেলিয়ে দেওয়া হয় লোন রিকভারি এজেন্ট শৌনককে (বিক্রম চট্টোপাধ্যায়)।
বাল্মীকির চরিত্রে এই সিনেমার সবচেয়ে বড় চমক প্রসেনজিৎ। বার বার নিজেকে ভেঙে নতুন করে চমকে দিয়ে থাকেন তিনি। সাম্প্রতিক ‘জুবিলি’র শ্রীকান্ত রায়ের পাশে এই সিনেমার বাল্মীকি— অভিনেতা হিসাবে দুই মেরুতে যে তার অবাধ যাতায়াত, তা আরও একবার প্রমাণ করলেন প্রসেনজিৎ।
সিনেমা ঘোষণার পর থেকেই ‘শেষ পাতা’য় প্রসেনজিতের লুক নিয়ে কৌতূহল দানা বেঁধেছিল। সিনেমা জুড়ে প্রায় প্রতিটি দৃশ্যেই প্রসেনজিতকে আলাদা রাখতে সক্ষম হয়েছেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। দেবজ্যোতি মিশ্রের সঙ্গীত সিনেমার নির্যাসকে সার্থক ভাবেই ধরে রেখেছে।
সিনেমার শুরুর দিকে একটি দৃশ্যে এক প্রকাশনা সংস্থার কর্মী এবং এক লোন রিকভারি এজেন্টের কথোপকথন মনে করিয়ে দেয় বতর্মান সমাজের চিত্র। সে বুঝিয়ে দেয়, কীভাবে দৈনন্দিন জীবনের শিরা-উপশিরায় ঢুকে পড়েছে এরা! ঋণখেলাপি এবং পাওনাদারের লুকোচুরি এই সিনেমার গুরুত্বপূর্ণ বিষয় হলেও তা নাগরিক জীবনের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষার শেষ পাতার দিকেই নির্দেশ করে।
পরিচালকের সঙ্গে এই নিয়ে তিন নম্বর সিনেমা বুম্বার। এর আগে ময়ূরাক্ষী এবং রবিবারে একসঙ্গে জুটি বেঁধেছিলেন তারা। এদিকে, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী রয়েছেন এই সিনেমাতে। শুধু অভিনেত্রী হিসেবে নয়, বরং একজন গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সিনেমাতে দুটি প্লেব্যাক রয়েছে তার। অভিনেত্রী বলছেন যে তার শেষ পাতা দিয়েই নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
এম ইউ/১৪ এপ্রিল ২০২৩