ঢাকা
হাজারীবাগে চামড়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ১৪ এপ্রিল – রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে রূপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউস লিমিটেড নামের একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে।
শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ এপ্রিল ২০২৩