ঢাকা

রাজধানীর হাজারীবাগে চামড়ার কারখানায় আগুন

ঢাকা, ১৪ এপ্রিল – হাজারীবাগে রূপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউজ লিমিটেডে নামে একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, হাজারীবাগে রূপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউজ লিমিটেডের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৪ এপ্রিল ২০২৩

Back to top button