ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু
ঢাকা, ১৪ এপ্রিল – ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা থেকে বাংলা নববর্ষের শোভাযাত্রা শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় শুরু হয়েছে এ শোভাযাত্রা। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে ফের চারুকলায় গিয়ে শেষ হবে। এই আয়োজন সফল করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেন আয়োজকরা।
মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বরিষ ধরা মাঝে শান্তি বারি’ । এবারের শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানান বিষয় স্থান পেয়েছে। এ ছাড়াও রঙ-তুলির আঁচড়ে আঁকা বাঘ, সিংহসহ নানা রকমের মুখোশের দেখা মিলেছে।
এদিকে মঙ্গল শোভাযাত্রা ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা।
উল্লেখ্য, ২০১৬ সালে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রাকে বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক ঐতিহ্যের মেলবন্ধনের মাধ্যমে কূপমণ্ডূকতা ও সংকীর্ণতার ঘৃণ্য অবয়বের ওপর সাংস্কৃতিক আঘাত হিসেবে দেখা হয়ে থাকে।
এর আগে গত ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পরিদর্শন শেষে শোভাযাত্রার আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এর আগে এদিন সকাল সোয়া ৬টায় রাগ যন্ত্রবাদনের মাধ্যমে রমনার বটমূলে প্রধান অনুষ্ঠান শুরু হয়। সকাল থেকে রমনার বটমূলে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে ছুটে আসা মানুষ হাজির হওয়া শুরু করেছেন। এবার অনুষ্ঠানমালা ১০টি সম্মিলিত গান, ১১টি একক গান, দুটি আবৃত্তি এবং সবশেষ জাতীয় সংগীত রাখা হয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ এপ্রিল ২০২৩