ঋষি সুনাককে চিনতেই পারলেন না বাইডেন!
ডাবলিন, ১৩ এপ্রিল – গুড ফ্রাইডে চুক্তি সইয়ের ২৫ বছরপূর্তি উদ্যাপন উপলক্ষে আয়ারল্যান্ডে দুদিনের সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেলফাস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাইডেনকে স্বাগত জানান।
তবে দুই এ নেতার একটি ভিডিও ক্লিপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, বাইডেন কি সুনাককে চিনতে পারেননি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অন্য কাউকে অভ্যর্থনা জানাতে মার্কিন প্রেসিডেন্ট সুনাককে দূরে সরিয়ে দিচ্ছেন বলে মনে হচ্ছে। সুনাককে সরিয়ে দিয়ে বাইডেন এক সামরিককর্মকর্তাকে স্যালুট দিচ্ছেন বলে দেখা গেছে।
নেটিজেনরা এ ভিডিও শেয়ার করে দাবি করছেন, বাইডেন অন্য কাউকে স্যালুট জানিয়েছেন কারণ তিনি সুনাককে চিনতে পারেননি। অনেকে বলছেন, বাইডেনের এমন আচরণ কি ইচ্ছাকৃত? তবে কেউ কেউ বলছেন, বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছেন বাইডেন, তাই হয়তো ভুলবশত এমনটা হয়েছে।
তবে পরবর্তীতে দেখা গেছে, উষ্ণ করমর্দন সেরেছেন দুই নেতা। সুনাকের পিঠও চাপড়ে দেন বাইডেন। বৈঠকেও বসেছেন তারা।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১৩ এপ্রিল ২০২৩