নাটক

বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী অপর্ণা

ঢাকা, ০৮ ডিসেম্বর- শোবিজের পরিচিত মুখ অপর্ণা ঘোষ। ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে তাকে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ সিনেমায় অভিনয়ের জন্য ‘শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী’ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

নতুন খবর হলো- এবার বিয়ে পিঁড়িতে বসতে যাচ্ছেন এ অভিনেত্রী। বর দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক শক্রজিৎ দত্ত। সোমবার (৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রামে তাদের আশীর্বাদ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সাতপাকে বাঁধা পড়বেন এ অভিনেত্রী।

বিয়ের ব্যাপারে অপর্ণা ঘোষ এখনও কিছু জানাননি। খোঁজ নিয়ে জানা গেছে, অপর্ণার হবু বর শত্রুজিৎ একটি জাপানি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি পেশায় আইটি ইঞ্জিনিয়ার। আশীর্বাদ অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছাড়া শোবিজের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : যেভাবে বিবাহবার্ষিকী উদযাপন করছেন সৃজিত-মিথিলা

‘লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা’র মাধ্যমে ২০০৬ সালে শোবিজে পা রাখেন অপর্ণা ঘোষ। ‘তবুও ভালোবাসি’ শিরোনামের নাটকে প্রথম অভিনয় করেন তিনি। নাটক, বিজ্ঞাপন, মডেলিংসহ শোবিজের সব ক্ষেত্রে বিচরণ রয়েছে তার।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ০৮ ডিসেম্বর

Back to top button