ইউরোপ

রুশ সেনাদের নির্মমতার ভিডিও ফাঁস, বিচার চাইলেন জেলেনস্কি

কিয়েভ, ১৩ এপ্রিল – ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিষ্ঠুরতার মাত্রা ছাড়িয়ে গেছে রুশ বাহিনী, এবার ফাঁস হলো তারই ভিডিও।

ইউক্রেনে যুদ্ধবন্দি এক সেনাকে শিরচ্ছেদ করে নির্মমভাবে হত্যা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।

এ ছাড়া একই সময়ে মাথা ও হাতবিহীন দুই সেনার মাটিতে পড়ে থাকার আরেকটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গেও চরম নির্মমতা করেছেন রুশ সেনারা।

আর এ ঘটনাগুলো সামনে আসার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিচার চেয়েছেন ইউক্রনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

একটি ভিডিওতে দেখা যায়, বড় একটি ছুরি দিয়ে ইউক্রেনের এক সেনার গলা কাটছেন এক রুশ সেনা। ভিডিওটি সময় ও স্থান নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, এটি গত গ্রীষ্মের (জুলাই)।

ভাইরাল হওয়া আরেক ভিডিওটিতে দেখা যায়, মাথা ও হাতবিহীন ইউক্রেনের সেনাদের পোশাক পরা দুটি প্রাণহীন দেহ একটি সাঁজোয়া যানের পাশে পড়ে আছে। এ সময় ভিডিওতে রুশ ভাষায় একজনকে বলতে শোনা যায়, নিহত ওই দুই সেনাদের বহনকারী যানটি একটি মাইন বিস্ফোরণের কবলে পড়ে। এতে তারা ঘটনাস্থলেই মারা যান।

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ভিডিওটি দোনেৎস্কের বাখমুত শহরের। তবে এ দুই সেনাকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়।

এদিকে এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর বুধবার এক ভিডিও বার্তায় ইউক্রনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘বিশ্ব এ ভিডিওগুলো এড়িয়ে যেতে পারে না। কত সহজে এ জানোয়াররা মানুষ হত্যা করতে পারে। আমরা কোনো কিছুই ভুলব না, হত্যাকারীদের ক্ষমা করব না। সবকিছুর জন্য আইনি দায়বদ্ধতা থাকবে। সন্ত্রাসীদের পরাজয় খুবই প্রয়োজন।’

এ ভিডিওগুলোর ব্যাপারে রাশিয়ার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকভ জানিয়েছেন, কোনো কিছু বলার আগে এগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৩ এপ্রিল ২০২৩

Back to top button