তীব্র দাবদাহ, এগিয়ে আনা হলো গরমের ছুটি
কলকাতা, ১৩ এপ্রিল – পশ্চিমবঙ্গজুড়ে তীব্র দাহদাহের কারণে স্কুলে গরমের ছুটি এগিয়ে এনেছে সরকার। ২৪ মে’র পরিবর্তে স্কুলে গরমের ছুটি শুরু হবে ২ মে থেকে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা অধিদপ্তর।
তীব্র দাবদাহে পুড়েছে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গ। সকাল থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখি। যার ফলে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। সবদিক বিবেচনা করেই স্কুলে ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী স্কুলের ছুটি প্রায় ৩ সপ্তাহ এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। রাজ্যের সব সরকারি স্কুলে এই নির্দেশ কার্যকর হবে। বেসরকারি স্কুলগুলোকেও ছুটি এগিয়ে আনার জন্য অনুরোধ জানানো হবে বলে শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।
পশ্চিমবঙ্গে বর্তমানে যে দাবদাহ শুরু হয়েছে তা আগামী কয়েকদিনও বজায় থাকার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণেও তাপপ্রবাহ থাকবে। শনিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৩ এপ্রিল ২০২৩