ঢালিউড

ভাসুরের জন্য মনোনয়নপত্র জমা দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

ঢাকা, ১২ এপ্রিল – গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। আজ বুধবার (১২ এপ্রিল) বিকালে আওয়ামী লীগের ধানমন্ডিস্থ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় কামরুল আহসানের সঙ্গে ছিলেন ছোট ভাই রাকিব সরকার ও তার স্ত্রী চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার পর্যন্ত রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।

পাঁচ সিটি করপোরেশনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মনোনয়নপ্রত্যাশী গাজীপুরে। সেখানে এখন পর্যন্ত ১৭ জন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর সবচেয়ে কম মনোনয়নপ্রত্যাশী রয়েছেন রাজশাহীতে, মাত্র তিন জন। এছাড়া খুলনা সিটি করপোরেশনে চারজন, বরিশাল সিটিতে সাতজন এবং সিলেট সিটিতে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাজীপুর

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছাড়াও গাজীপুর সিটির মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজম উল্লা খান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, সাবেক সহ সভাপতি আসাদুর রহমান কিরন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মেজবাহ উদ্দিন সরকার রুবেল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাবেক সদস্য আবদুল আলীম মোল্লা, উপকমিটির সাবেক সদস্য আশরাফুজ্জামন সেলিম, মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা রিয়াজ মাহমুদ আয়নাল, সাবেক উপ দপ্তর সম্পাদক মো. আজহারুল ইসলাম, সাবেক শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এস এম আশরাফুল আলম, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল কাদের, প্রাথমিক সদস্য মো. হারুন অর রশিদ এবং যুবলীগের সদস্য মো. রুহুল আমিন মণ্ডল।

রাজশাহী

রাজশাহীর বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আবারো দলীয় মনোনয়নপ্রত্যাশী হয়েছেন। তার সঙ্গে আরো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহফুজুল আলম ও সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।

খুলনা

খুলনায় দলীয় মনোনয়নপ্রত্যাশী চার নেতা হচ্ছেন– মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য রুনু রেমা এবং খুলনা সদর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।

বরিশাল

মঙ্গলবার পর্যন্ত বরিশাল সিটির মেয়র পদে দলীয় মনোনয়নপত্র কিনেছেন সাতজন। তারা হচ্ছেন– মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন আহমেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগের সদস্য আবুল খায়ের আব্দুল্লাহ এবং বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার।

সিলেট

সিলেট সিটি করপোরেশনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন। তারা হচ্ছেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, এটিএমএ হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সেলিম, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু এবং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মাহি উদ্দিন আহমদ।

আগামী ১৮ এপ্রিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত হবে বলে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন।

আইএ/ ১২ এপ্রিল ২০২৩

Back to top button