জাতীয়

শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই

ঢাকা, ১২ এপ্রিল – স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থা তৈরি করতে হবে। কারণ প্রান্তিক মানুষ তাদের নিজেদের সমস্যা সমাধানে উদ্ভাবনী কৌশল প্রয়োগ করে সমাধান করতে সক্ষম। এছাড়া কোনো ‍বিকল্প নেই। এজন্য স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হতে হবে।’

বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) উপজেলা পরিষদ: স্মার্ট বাংলাদেশের পথে’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, বর্তমান সরকারের উন্নয়নমুখী নীতির ফলে দারিদ্রতার হার ১৮ শতাংশে নেমে এসেছে। এই উন্নয়নের সুফল দেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছেছে বলেই আজ দারিদ্রতার হার কমেছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, বিশেষ অতিথি ছিলেন জাইকা বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিনিধি কোমোরি তাকাশি। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

সূত্র: সমকাল
আইএ/ ১২ এপ্রিল ২০২৩

Back to top button