মডেলিং

‘জম্বি ডিটেকটিভ’ সিরিজের অভিনেত্রীর মরদেহ উদ্ধার

দক্ষিণ কোরিয়ার মডেল ও অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালের মরদেহ উদ্ধার করা হয়েছে তার নিজ বাড়ি থেকে। তিনি নেটফ্লিক্সের ‘জম্বি ডিটেকটিভ’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। অভিনেত্রীর বয়স হয়েছিল ২৬ বছর। তিনি কিভাবে মারা গেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে দেশটির স্থানীয় পুলিশ।

দক্ষিণ কোরিয়ান এই জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। প্রথমে এসংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য দেওয়া না হলেও পরে খবরটি নিশ্চিত করেন ইয়াংয়ের এজেন্সি। সেই সঙ্গে ভক্তদের অনুরোধ জানান, তারা যেন অভিনেত্রীর মৃত্যু নিয়ে কোনো গুজব না ছড়ান।

এজেন্সির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ১১ এপ্রিল আমাদের ছেড়ে চলে গিয়েছেন ইয়াং। তার অকালমৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। ঘনিষ্ঠদের উপস্থিতিতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।’

২০১৬ সালে মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। এরপর একাধিক টিভি শোয়ে দেখা গিয়েছে তাকে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান নেটফ্লিক্সের নামি সিরিজ জম্বি ডিটেকটিভে অভিনয় করে। এ ছাড়া থ্রিলার ছবি ডিপ-এ দেখা গিয়েছিল তাকে। ইয়াংয়ের মৃত্যুর খবর সামনে আসতেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শোয়ের শুটিং।

এদিকে তার মৃত্যুর কারণ ঘিরে রহস্য দানা বাঁধছে। তিনি আত্মহত্যা করেছেন, নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে, নাকি খুন করা হয়েছে তাকে- সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

এম ইউ/১২ এপ্রিল ২০২৩

Back to top button